![]() |
বৈলছড়ি বাজারের দক্ষিণ পাশে বাঁশখালী প্রধানসড়কে বীরদর্পে দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি |
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা-বাঁশখালী সংযোগ পিএবি'র ব্যস্ততম প্রধানসড়কের উপর বিদ্যুতের খুঁটি! পৃথিবীর প্রায় সব দেশে এটা অবাস্তব চিন্তা হলেও বাংলাদেশে এটাই বাস্তব এবং সম্ভব। বাঁশখালী উপজেলার বৈলছড়ি বাজারের দক্ষিণ পাশ্বস্থ এলাকায় রাস্তার ২-৩ ফুট ভেতরে একটি বিদ্যুতের খুঁটি এভাবেই ‘বীরদর্পে’ দাঁড়িয়ে আছে।
বৈলছড়ি বাজারের কয়েক গজ দক্ষিণ পাশে প্রধানসড়কে যাওয়ার পথে দেখতে পারবেন বিদ্যুতের এই খুঁটিটি। ব্যস্ততম এই সড়কে রাতের আঁধারে আর কুয়াশায় দ্রুতগামী গাড়িচালকেরা এই খুঁটিটি দেখতে পাননা বলে অভিযোগ করেছেন অনেক গাড়ীচালক। বাঁশখালী সড়কে এমনিতেই দূর্ঘটনার অন্ত নাই। চলতি বছরে ও গত কয়েক বছরে সড়কে ঘটেছে অনেক দুর্ঘটনা। তবুও রাস্তার ওপর বসানো এই খুঁটিটি কোন খুঁটির জোরে সরছেনা না তা বোধগম্য নয় স্থানীয়দের কাছে। স্থানীয়দের বারবার অনুরোধেও যেন কর্তৃপক্ষের টনক নড়ছেনা। খুঁটিটি একই অবস্থায় আছে। যেকোনো সময় দ্রতগামী কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে।
স্থানীয় ও সওজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে ২৭ কোটি ১ লক্ষ টাকায় বাঁশখালীর পিএবি সড়ক সম্প্রসারণ কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয় রানা বিল্ডার্স, হাছান বিল্ডার্স ও ছালেহ আহমদ বিল্ডার্স নামে ৩টি যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠানকে। কাজ শুরুর ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নিয়ম থাকলেও পিএবি সড়ক সম্প্রসারণ কাজ এখনও ৭০শতাংশ কাজ বাকী রেখেছে এই যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান। বিভিন্ন সমস্যাকে পুঁজি করে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো কাজের গুণগত মান নিম্নমানের ও ধীরগতিতে চালাচ্ছেন বলে এলাকার সাধারণ মানুষের অভিযোগ। তাছাড়া পিএবি সড়ক জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ১৮ ফিটের সড়ককে ২৪ ফিটে উন্নীতকরণ সম্ভব নয় বলে প্রধান সড়কের পাশে স্থিত সংশ্লিষ্ট বাজার পরিচালনা কমিটি সূত্রে জানা যায়।
বর্তমানে বৈলছড়ি সহ উত্তরের অংশ কিছু কাজ শেষ উপজেলা সদর জলদীতে ও নাপোড়ায় কাজ চলমান। এখানের স্থানীয়দের বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, সরকার যে উদ্যেশ্যে প্রধান সড়ক সম্প্রসারণ করছে তাতে যদি অবৈধ স্থাপনাগুলো জোরালো পদক্ষেপের মাধ্যমে উচ্ছেদ করা না হয় তাহলে পূর্বের মত যানজট লেগে থাকবে প্রতিনিয়ত। সড়কের দু'পাশে বৈদ্যুতিক খুঁটি গুলো যেন সড়কসম্প্রসারণের ক্ষেত্রে অন্যতম বাঁধা। এসব খুঁটি তুলে ফেলার কথা থাকলেও সওজ কতৃপক্ষের নেই কোন পদক্ষেপ। তাছাড়া খুঁটি সরানো না হলে সড়ক সম্প্রসারণ হবে নামে মাত্র।
স্থানীয়দের দাবী, বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে খুব দ্রুত যেন সরিয়ে নেওয়া হয় রাস্তার ওই খুঁটিটি। তাতে মানুষের যাতায়াতেরও সুবিধা হবে। সড়কের সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলেও তারা জানান। এ সময় এই খুঁটির জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের খুঁটিটি সরাতে জোর দাবি জানান তারা।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।