
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শেরপুরে দশম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করে তাঁর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়ার ঘটনায় জিহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশি।
জিহাদ হোসেন শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। রবিবার রাত আটটায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
শেরপুর থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের চাটাইল গ্রামের আব্দুস সামাদের মেয়ে স্থানীয় কচুয়াপাড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জিহাদ হোসেন। এমনকি কৌশলে ওই ছাত্রীর ছবি সংগ্রহ করে তাকে প্রেম প্রস্তাব দেয় সে। কিন্তু তাতে রাজি না হওয়ায় ওই ছবি ও তাকে নিয়ে মানহানিকর মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে থানায় অভিযোগ দেয়া হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতার হওয়া অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।