দেওয়ানগঞ্জ-ডাংধরা সড়কের বেহাল দশা: এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জ-ডাংধরা সড়কের বেহাল দশা: এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা


জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-ডাংধরা সড়কটি ঝড়-বৃষ্টি ও খড়া মৌসুমের কারনে রাস্তায় অনেক ভাঙ্গন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। সড়কটির বিভিন্ন স্থানে কারপেটিং উঠে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও পণ্য পরিবহনে চরম অচলাবস্থাসহ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কাজে পিছিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন জনগন। ভুক্তভোগিরা জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদের নিকট সড়কটি প্রশস্তকরণসহ সড়কটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে তার সুৃদৃষ্টি কামনা করছেন।


জানা গেছে, সড়কটিকে কেন্দ্র করে প্রাচীন সানন্দবাড়ী বাজার, তারাটিয়া বাজার, ঝালরচর বাজার ও বাহাদুরাবাদ বাজার বেশ প্রসিদ্ধ। কিন্তু সড়কের বেহাল দশার কারণে ঢাকা, চট্টগ্রাম ও জামালপুর সদর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান সরাসরি ব্যবসায়ীদের আড়তে বা দোকানে পৌঁছে দিতে পারছে না। পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলো জামালপুর শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর-ইসলামপুরের ব্রহ্মপুত্র সেতু হয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল করতে পারে।

পরিবহন খরচ বেশি হওয়ায় উপজেলার উত্তরাঞ্চলের চারটি ইউনিয়নের ধান, পাট, ভুট্টা থেকে শুরু করে কৃষিপণ্য নিয়ে বিপাকে রয়েছেন কৃষকরা। বকশীগঞ্জ ঘুরে ঢাকায় পণ্য পরিবহনে প্রতি কেজি পণ্যে অস্বাভাবিক বাড়তি টাকা খরচ হচ্ছে। ঝুঁকি নিয়ে কিছু ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চলাচল করলেও প্রায়ই গর্তের মধ্যে তা আটকে পড়ে। ঠেলা-ধাক্কা দিয়ে তুলতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সেতুর একদিকে নড়বড়ে, অন্যদিকে সেতুর মাঝখানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুটি যে কোনো মুহূর্তে ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় এক কৃষক বলেন, এই সেতুতে একটি রিকশা উঠলেও গর্তে আটকা পড়ে। রাস্তা ভাঙা থাকলেও কিছু গাড়ি চলত। কিন্তু সেতুর কারণেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এই সড়কটি দীর্ঘদিন থেকে অচল অবস্থায় রয়েছে। এর সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের কাছে অনেক বার দাবি জানানো হয়েছে। প্রত্যেকবারই তারা আশ্বাস দিয়েছেন। কিন্তু কোন অগ্রগতি দেখতে পাইনি।

সাধারন বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে এই দুর্দশা থেকে মুক্তি চান।  এই এলাকার সাধারণ জনগনসহ সকল ভুক্তভোগিরা জামালপুর-১ আসনের এমপি আবুল কালামের সু-দৃষ্টি কামনা করছেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top