
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : ২ ফেব্রয়ারি (শনিবার) এসএসসি পরীক্ষা শুরু এবং তাবলীগ জামায়াতের অনুসারিদের মধ্যে বিরোধের কারণে আজ শুক্রবার দোওয়া পরিচালনার মধ্য দিয়ে তিন দিনের ইজস্তেমা দুই দিনেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার মুসুল্লিরা জুম্মার নামাজ কায়েম শেষে যে যার গন্তব্যে ফিরে গেছেন। এর আগে সকাল সাড়ে আটটায় দোওয়া পরিচালনা করা হয়। বগুড়া জেলার সুরা সদস্য ওজিউল্লাহ এ দোয়া পরিচালনা করেন। এতে কয়েক হাজার মুসুল্লি অংশ নেন।
শহরের বারপুর ঝোপগাড়ি এরাকার প্রায় ১০ একর জমির ওপর বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবার কথা ছিল। কিন্তু শনিবার এসএসসি পরীক্ষা শুরু হবার কারণে শুক্রবার সকালে দোওয়া পরিচালনার মধ্যে দিয়ে ইজতেমা সমাপ্ত ঘোষনা করা হয়।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য মশিউর রহমান শাহীন জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধানে ইজতেমায় লক্ষাধিক মেহমানের আগমন ঘটে। গতকাল প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলে ইজতেমা সংক্ষিপ্ত করা হয়। এ জন্য সকালে দোওয়া পরিচালনা করা হয়। পরে দুপুরে হাজারো মুসুল্লি জুম্মার নামাজ কায়েম করে বাড়ি ফিরে যান।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, এসএসসি পরীক্ষা ও তাবলীগ জামায়াতের আনুসায়ীদের মধ্যে বিরোধের কারণে তারা বগুড়ার ইজতেমা সংক্ষিপ্ত করেছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।