
প্রদীপ মোহন্ত, বগুড়া : সময় যতটায় গড়িয়ে যাচ্ছে বগুড়া বইমেলায় পাঠকের সংখ্যা ততটায় বাড়ছে। বেড়েছে আগের থেকে বিক্রির তালিকা। বইমেলার বই বিক্রেতাদের দম ফেলার সুযোগ পাচ্ছে না। প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই। প্রতিদিনই বগুড়া বইমেলায় নতুন বই ও উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়।
বগুড়ার শহীদ খোকন পার্ক ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জমে উঠেছে নয় দিনব্যাপী অমর একুশের বইমেলা। বরাবরের মত প্রতিদিন বিকেলেই পাঠক-লেখক আর দর্শনাথীর ঢল নামে একুশে বইমেলায়। মেলায় ভীড় করেছেন লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার অর্ধ শতাধিক স্টলে এসেছে জনপ্রিয় লেখকদের শতাধিক নতুন বই। বিভিন্ন প্রকাশনী থেকে বইগুলো প্রকাশ পেয়েছে। এরমধ্যে প্রথমা প্রকাশনের স্টলে এসেছে ৮০টি নতুন বই। প্রথমার স্টলে বিক্রির শীর্ষে রয়েছে জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হকের সফল যদি হতে চাও বইটি।
এছাড়া আনিসুল হকের নতূন উপন্যাস এই পথে আলো জ্বেলে, সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা- এখনো বিক্রির তালিকায় আছে বেশ ভাল, উৎপল শুভ্রের এগারো, মতিউর রহমানের মুক্ত গণতন্ত্র, রুদ্ধ রাজনীতি এবং ইতিহাসের সত্য সন্ধানে, সাদত হোসেন মান্টোর কালো সীমানা, স্টিফেন হকিংয়ের বড় প্রশ্ন ছোট উত্তর, জাহিদ রেজা নূরের তিন প্রেমিকার মায়াকোভ্ষ্কি, ফারুক ওয়াসিফের কাব্যগ্রন্থ তমোহা পাথর, ফেরদৌসি মজুমদারের আত্মজীবনী অভিনয় জীবন আমার।
এবারের বইমেলায় বহুল আলোচিত মাশরুর আরেফিনের আগস্ট আবছায়া,অদিতার আঁধার, অনুবাদ রচনা আমার দু:খ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের উচ্চ শিক্ষাসহ বিভিন্ন নামের বই বিক্রির তালিকায় রযেছে।
রবিবার বগুড়া বইমেলায় লতিফুল কবিরের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মেহেরুন এর মোড়ক উন্মোচন করা হয়। উন্মোচন করেন প্রফেসর আব্দুল হাই। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মেহেরুন পাওয়া যাবে নিউজ কর্ণার পাবলিশিং স্টলে। এসময় বক্তব্য প্রদান করেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জোটের সহ সভাপতি আসাদ হোসেন।
নিউজ কর্ণার পাবলিশিং স্টলের স্বত্বাধিকারি কালিপদ সেন টিপু জানান, মেলায় অন্যান্য বইয়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব নিয়ে লেখা ‘হাসুর আকাশ’ প্রচুর বেচা হচ্ছে। ক্ষুদে পাঠকরা এসে বইটি চাইছে।
বইমেলার প্রতিদিনের আলোচক ছিলেন কবি বগুড়া নজরুল পরিষদের সভাপতি এ্যাড: মনতেজার রহমান মন্টু, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর টিপু সুলতান, সভাপতিত্ব করেন তৌফিক হাসান ময়না।
এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বন্ধন শিল্পী গোষ্ঠি, কদমতলি ওক্যতান সাংস্কৃতিক সংসদ, সুরতীর্থ স্গংীত একাডেমী, বগুড়া নাট্যদল, বাঙময় আবৃত্তি পরিষদ। আজ বইমেলায় আলোচক থাকবেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।
⇘সংবাদদাতা: প্রদীপ মোহন্ত

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।