
বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র নজরুল ইসলাম সওদাগর ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। জানা যায়, ২০১৩ সালে বকশীগঞ্জ পৌরসভা গঠনের পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মামলা জনিত কারণে এক বছর দুই মাস পর রোববার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বকশীগঞ্জ পৌরসভার ইতিহাসে প্রথম মেয়র হিসেবে যিনি চেয়ারে অধিষ্ঠিত হন তিনি হলেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর। বকশীগঞ্জের অত্যন্ত সুপরিচিত তিনি।
তার হাত ধরেই বকশীগঞ্জ পৌরসভার উন্নয়নের সুচনা হবে এমন প্রত্যাশা পৌরবাসীর ।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।