
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার নন্দের চর (চর গোবিন্দবাড়ী) গ্রামের আশ্রয়ণ প্রকল্পে স্বামী পরিত্যাক্ত এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ৯ই ফেব্রুয়ারি গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ঐ গৃহবধূ প্রাকৃতিক ডাকে ঘর থেকে বাহিরে গেলে এবং সেখান থেকে ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা একই গ্রামের খাজা মিয়ার পুত্র মোঃ মগর (৩০) তাকে জোর পূর্বক ধরে নিয়ে পাশ^বর্তী নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে।
এ নিয়ে ১০ই ফেব্রুয়ারি স্থানীয় এলাকার লোকজন একটি সালিশ বৈঠকের এর মাধ্যমে ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করে। কিন্তু ধর্ষিতা ঐ নারীর পবিবারের সদস্যরা সালিশ বৈঠক না মেনে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করে। বর্তমানে নিরাপত্তা হীনতায় ভোগছে অসহায় ঐ পরিবারটি। এ বিষয়ে সরেজমিনে গিয়ে খোজ খবর নিলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ঘটনার সত্যতা স্বীকার করেন। সেই সাথে মগর এর পবিবারের সদস্যরা ঘটনাটি মিথ্যা ও সাজানো বলে জানান।
এলাকাবাসী জানান, মগর এর পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। এরকম একটি জঘন্য ঘটনা ঘটালেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তাই দ্রুত আসামী গ্রেফতারের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।