
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : দুই কিশোর বন্ধু মিলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই পারভেজ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আলী জাবের (১১) নামের আরেক কিশোর।
শনিবার দুপুর ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর টিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর মুন্সীপাড়ার শাহ আলমের ছেলে। আর আহত কিশোর একই এলাকার হাসান আলীর ছেলে বলে জানা গেছে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত জানান, পারভেজ মোটরসাইকেল চালানো শিখতে বাবার মোটরসাইকেল নিয়ে তার বন্ধু আলী জাবেরকে সঙ্গী করে বাড়ি থেকে বের হয়। স্থানীয় হাটগাড়ীসহ আশেপাশের মাঠ এলাকায় মোটরসাইকেল চালাতে থাকে। একপর্যায়ে মোমিনপুর টিলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই কিশোর পারভেজ নিহত হয়। এছাড়া গুরুতর আহত কিশোর আলী জাবেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।