
সেবা ডেস্ক: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ একাব্বর হোসেনকে আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
গতকাল ১০ ফেব্রুয়ারি রবিবার স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে একাব্বর হোসেনের নাম প্রস্তাব করলে কন্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের মহান জাতীয় সংসদ নির্বাচনে একটানা চারবার বিপুল ভোটে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে এমপি নির্বাচিত হন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ছাত্র সংসদের ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন।একজন সহজ সরল ও সাদা মনের মানুষ একাব্বর হোসেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের টানা কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করছেন।দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব অত্যান্ত সুনামের সহিত পালন করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন এমপিকে দ্বিতীয় বারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধণ্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।