
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা রাব্বি রিপা রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) হিসেবে দ্বায়িত্ব পেলেন। ১১ফেব্রুয়ারী (সোমবার) তিনি এ দ্বায়িত্ব পান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রভাষক আবুল হাশেম পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন করার জন্য পদত্যাগ করলে পদ দুটি শুন্য হয়। এর প্রেক্ষিতে উন্নয়ন কাজের গতি ঠিক রাখার জন্য উপজেলার ৬টি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, হাবিবুর রহমান হাবিল, সামছুল হক মৌলভী, কেএম ফজলুল হক মন্ডল, কবির হোসেন, সরবেশ আলী ও উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় বিকালের দিকে তার অফিস কক্ষে এ সিদ্ধান্ত নিয়ে সরকারের উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দ্বায়িত্বভার অর্পন পর্যন্ত আফসানা রাব্বি রিপা দ্বায়িত্ব পালন করবেন বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।