
জামালপুর প্রতিনিধি॥ জামালপুর সদর উপজেলার এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার বেলটিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থী হলো বেলটিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র পারভেজ রাফি, সামছুল আকবর ও মেহেধী হাসান, ঝরিনা মিয়ার উদ্দিনের ছাত্র রকিবুল রহমান ও লাঙ্গলজোড়া উচ্চবিদ্যালয়ের ছাত্র মোবারক হোসেন। তাঁরা সবাই বেলটিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের পরবর্তি সকল পরীক্ষা থেকেই বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল শনিবার এসএসসির গণিত পরীক্ষা ছিল। গণিত পরীক্ষায় বেলটিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে শিক্ষকরা ওই পাঁচজনকে ধরেন। পরে তাদের পাঁচজনকে গণিতসহ পরবর্তি সকল পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। এতে তারা পাঁচজন এবারের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারছেন না।
নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গনিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচজনকে গণিতসহ পরবর্তি সকল পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
⇘সংবাদদাতা: মিঠু আহমেদ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।