
অভিজিৎ ঘোষ, ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলণের অভিযোগে তিনটি বাংলাড্রেজার ভেঙে দিয়েছে প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলার জগৎপুরা, নলীন ও জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারগুলো ভেঙে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, উপজেলার ওই তিনটি এলাকা থেকে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়। তিনটি এলাকায় স্থাপিত বাংলা ড্রেজারের পাইপ ভেঙে ফেলা হয়েছে। এসময় ড্রেজারের মালিকরা পালিয়ে যায়।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।