
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার জেলা শহরের কাচারীবাজার অবস্থিত প্রেস ক্লাব গাইবান্ধা মিলনায়তনে গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন এইসব কর্মসূচি আয়োজন করে।
গাইবান্ধা প্রেস ক্লাব চত্বরে র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি স্থানীয় বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, রজতকানি- বর্মন, আরিফুল ইসলাম বাবু, আফতাব হোসেন, আতিকুর রহমান বাবু, খায়রুল ইসলাম, শেখ হুমায়ুন হক্কানী, কায়সার রহমান রোমেল, শামসুজ্জোহা, শাহাদৎ হোসেন মিশুক, রওশন আলম পাপুল এবং গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সুরবাণী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিপলু কুমার মোদক ও সদস্য শাহারুখ আহমেদ, শাহনেওয়াজ কাদির, জাহিদ হাসান, জাহিদ হাসান জীবন, রাওফির অয়ন, সাব্বির আহমেদ, স্বরূপ মোহন-, রনি আহমেদ, সুমন কুমার, রওজাতুন্নাহার লাবণ্য, প্রত্যয় হাবীবসহ আরো অনেকে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।