
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, স্বল্প খরচে জনগণ যেন রেলের সুবিধা গ্রহণ করতে পারে সেজন্য বহুমুখি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেগুলি অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে।
একদিকে যেমন গোটা দেশে রেল ব্যবস্থাকে আমরা জনগণের কাছে নিয়ে যাব; ঠিক তেমনি আমাদের প্রতিবেশি দেশগুলোতেও রেল যোগাযোগের ব্যবস্থা বৃদ্ধি করা হবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ১৯৬৫ সালের পূর্বে ভারতসহ আশপাশের দেশগুলো আমাদের রেলের যে যোগাযোগ ব্যবস্থা ছিল তা পুনরায় নিশ্চিত করা হবে। ইতিমধ্যে অনেকগুলো দেশের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে; আর অনেকগুলো হওয়ার পথে।
নির্বাচনের পূর্বে পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত আন্তনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস দুটি ট্রেন চালু হয়েছে। আমরা আশা করছি এই ট্রেনটি বাংলাবান্ধা স্থলবন্দরে হয়ে ভারতের শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত হবে। যার ফলে নেপাল, ভুটান এই দেশগুলির সঙ্গে আমাদের মংলাপোর্ট পর্যন্ত মালামাল পরিবহন সুযোগ বৃদ্ধি হবে।
ট্রেনের টিকিট কালোবাজারি হাত থেকে মুক্ত করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিট কালোবাজির হাতে জিম্মি, এ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই এমন অভিযোগ পেয়েছি। প্রাথমিক অবস্থায় আমরা টিকিটিং ব্যবস্থাটা ডিজিটালাইজ করার ব্যবস্থা করছি যাতে অনলাইনে টিকিট করা যায়।
যতক্ষণ পর্যন্ত আমরা সে ব্যবস্থায় আমরা যেতে না পারছি; ততক্ষণ পর্যন্ত জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে টিকিট দেওয়া হবে। যার ফলে আমরা আশা করছি কালোবাজারির যে অভিযোগ তা দুর হবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য যার যেটা দায়িত্ব সেটা যেন আমরা আরও বৃদ্ধি করতে পারি সেজন্য কাজ করছি।
আগামী এক মাসের মধ্যে ঠাকুরগাঁওয়ে অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকটে নুরুল ইসলাম সুজন।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগের পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার খন্দকার শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।