
জামালপুর প্রতিনিধি ॥ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১২ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রমের অংশ হিসেবে জামালপুুরেও দুটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেছেন।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১২ টি উপজেলার মধ্যে জামালপুর জেলার মেলান্দহ ও ইসলামপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ সহ আরো অনেকে।
এই বিদ্যুতায়নের ফলে মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় ২২৭০ কিলোমিটার লাইনে ১লাখ ১০ হাজার ৬শ ৬৯ জন গ্রহককে বিদ্যাতায়নের আওতায় আনা হয়। আর এতে ব্যয় হয়েছে ২৭ কোটি ২৪ লাখ টাকা।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।