
জহুরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ২ নং চরআমখাওয়া ইউনিয়নকে প্রতিবন্দীবান্ধব ইউনিয়ন বাস্তবায়ন করার স্বপ্ন নিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী হাফেজ মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ)। এরই ধারাবাহিকতায় আজ ২৫ ফেব্রুয়ারী সোমবার চর আমখাওয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দের উপস্থিতিতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বর্তমানে দৃষ্টিহীন সমাজ কল্যাণ সমিতি, গাজীপুরের চেয়ারম্যান ও জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমি নিজেই একজন প্রতিবন্ধী। তাই প্রতিবন্ধীদের দুঃখ বুঝি। সমাজের বিত্তবানরা সহযোগিতা করলে প্রতিবন্ধীদের মানসিকভাবে প্রাণবন্ত ও সুস্থ্য রাখা সম্ভব।
চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও তিনি খুব শীঘ্রই সানন্দবাড়ী মধ্যপাড়া সকল বয়স ও শ্রেণী পেশার মানুষের জন্য 'রাশেদ ফ্রি কোরআন শিক্ষা ও বয়স্ক স্কুল' চালু করতে যাচ্ছেন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।