চাম্বল বাজারে মধ্যরাতের অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি অর্ধকোটি!

S M Ashraful Azom
0
চাম্বল বাজারে মধ্যরাতের অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি অর্ধকোটি!
আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত চাম্বলবাজারের উত্তর পার্শ্বস্থ ৪দোকান
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের উত্তর পাশে প্রধান সড়ক সংলগ্ন সড়কের পশ্চিমাংশে ৪ টি দোকান অগ্নিকান্ডে পুঁড়ে ছাই হয়ে যায়।
গত সোমবার রাত ১১টায় সংঘটিত এ অগ্নিকান্ডে ৪ দোকানের মালামাল সম্পূর্ণ পুঁড়ে গিয়ে অর্ধকোটি টাকার অধিক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাত ১১টায় ওই এলাকার মুহাম্মদ কামরুল সাওদাগরের রাইসমিল (তুষ থেকে লাকড়ি তৈরির কারখানা) হতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী আরো ৪টি দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা তীব্রতর হওয়ায় মুহুর্তের মধ্যে ৪ দোকানের মালামাল পুঁড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

অগ্নিকান্ডের ঘটনায় মুহাম্মদ কামরুল সাওদাগর এর রাইসমিলের বিভিন্ন মালামাল পুড়ে যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা, আব্দুর রহিম সাওদাগরের সিএনজি অটো পার্টসের দোকানের বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশসহ পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা, আব্দুস শুক্কুরের সিএনজি মেরামতের দোকানের বিভিন্ন যন্ত্রাংশ সহ পুড়ে ৪লক্ষাধিক টাকা, আব্দুল মালেক সাওদাগরের স্ক্র্যাপের (ভাংড়িমাল) দোকানের প্রায় ১৫লক্ষাধিক টাকা, চন্দন মেস্ত্রির সিএনজি মেরামতের মেশিনারী যন্ত্রাংশ প্রায় ২লক্ষ টাকাসহ পার্শবর্তী আরো ৪টি দোকানের ফটক অগ্নিকান্ডে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় ব্যবসায়ীরা।
চাম্বল বাজারে মধ্যরাতের অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি অর্ধকোটি!
এদিকে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর পেয়ে অগ্নিকান্ড সংঘটিত হওয়ার ১৫ মিনিট পর বাঁশখালী ফায়ার সার্ভিস ও পরে চকোরিয়া ফায়ারসার্ভিস এসে যৌথভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের অনেকে আহত হওয়ার খবর পাওয়া যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের একজন দোকান মালিক আব্দুর রহিম সাওদাগরের সাথে কথা বললে তিনি জানান, 'সোমবার মধ্য রাতে অগ্নিকান্ড সংঘটিত হলে মুহুর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ৪টি দোকানসহ আরো ৪টি দোকানফটক পুঁড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আমাদের পরিবার চালানোর একমাত্র আয়ের স্থানগুলি পুঁড়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্থ হয়েছি আমরা।' ঘুরে দাড়াবার মতো আমাদের আর কোন সহায় সম্বল নাই বললেন, গ্যারেজ দোকানদার আব্দুস শুক্কুর।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাম্বল ইউপির চেয়ারম্যান মো. মুজিবুল হক চৌধুরী। তিনি বলেন, ফায়ারসার্ভিস যথাসময়ে না আসলে চাম্বলের পুরো বাজার অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যেত। এখানেও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহিম জানান, ঘটনা সংঘটিত হওয়ার ১৫ মিনিট পর খবর পেলে আমার টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনেন।



⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top