
আফজাল শরীফ, বকশীগঞ্জ প্রতিনিধি: ২৫শে ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় মেয়র পদের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর গ্রহন করলেন মেয়র পদের দায়িত্বভার।
উক্ত দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। পৌর সচিব নুরুল আমিন এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মাহবুব আলম, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তাহেরুল ইসলাম তাহের, খাতেমুন মঈন মহিলা কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ (শাহিন) তালুকদার, বকশীগঞ্জ কে.ইউ কলেজের প্রভাষক ফরাদ উদ্দিন, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রকৌশলী ফুরকান, কাউন্সিলর ফরহাদুজ্জামান ফোটা প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, আমরা আপনাকে বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব অর্পণ করে। আপনি পৌর বাসীর সার্বিকভাবে সহযোগীতা কামনা করছি। বকশীগঞ্জে নবাগত পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর দায়িত্ব গ্রহণ করে পৌর বাসীর সেবা করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন। সেই সাথে মাদক, জুয়া, বাল্য বিবাহ বন্ধকরার প্রতিশ্রুতি দেন নবাগত বকশীগঞ্জ পৌরসভার দায়িত্ব প্রাপ্ত মেয়র নজরুল ইসলাম সওদাগর ও পৌর কাউন্সিলর বৃন্দ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।