জামালপুরে জরাজীর্ণ পুলিশ ফাঁড়ি সংস্কার প্রয়োজন

S M Ashraful Azom
0
জামালপুরে জরাজীর্ণ পুলিশ ফাঁড়ি সংস্কার প্রয়োজন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: জামালপুর পৌর শহরের ঐতিহ্যবাহী পুলিশ ফাঁড়ি ভবনটি দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ।

প্রশাসকের কার্যালয় চত্বর ও জেলা কারাগারের সামনে এই পুলিশ ফাঁড়িটি দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকলেও কারও নজরে আসেনি। দীর্ঘদিনের পুরনো এই পুলিশ ফাঁড়ির পূর্ব নাম ছিল সিংহজানি মহকুমা পুলিশ ফাঁড়ি। বর্তমানে নামের পরবর্তন হয়ে জামালপুর ২নং পুলিশ ফাঁড়ি হলেও উন্নয়নের বা ভাগ্যের উন্নয়ন হয়নি একটুকুও। তবুও কালে সাক্ষী হয়ে জরাজীর্ণ ভবনে অবস্থান করে নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন এখানকার পুলিশ সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অবকাঠামো উন্নয়নের দিক থেকে এই ফাঁড়িটির অবস্থান জরাজীর্ণ। দুই কক্ষ বিশিষ্ট টিনের চৌচালা ঘরটির একটিতে বসেন কর্মকর্তা ও অন্যটিতে পুলিশ সদস্যের থাকার ঘর। বর্ষাকালে একটু বৃষ্টিতেই পানিতে সয়লাব হয়ে যায়। উন্নয়নের মহাযজ্ঞ জামালপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দেখা গেলেও যারা দিনরাত পরিশ্রম করে মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন থাকার অফিস ও আবাসস্থলের এমন দৈন্যদশা সত্যিই বিবেককে নাড়া দেয়।

এখানে কর্মরত আছেন ইন্সপেক্টর আব্দুল বারি, একজন সার্জেন্ট, ৩জন টিএসআই, একজন এসআই, ২জন এটিএসআই, ১১ জন পুরুষ কনস্টেবল, ২ জন মহিলা কনস্টেবল ও মাস্টার রোলে একজন পরিচ্ছন্ন কর্মী।

পুরুষ পুলিশ সদস্যরা কষ্ট শিকার করে এই ফাঁড়িতে থাকলেও মহিলাদের জন্য কোন থাকার ব্যবস্থা না থাকায় তাদের থাকতে হয় ভাড়া বাসায়। অবহেলিত এই ফাঁড়িটিকে উন্নয়নের আওতায় এনে কর্মজীবনের মানোন্নয়ন কল্পে জামালপুরের পুলিশ সুপারসহ যথাযথ কর্তৃপক্ষ এখন সময়ের দাবী মাত্র।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top