
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী সূর্যনগর নঈম মিয়ার বাজারের ঈদগাহ মাঠের প্রধান গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু,উপদেষ্টা কমিটির সদস্য ও জেলা জজ কোর্র্টের জিপি অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মঞ্জুরুল হক, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রিন্স, প্রকৌশলী আশরাফ হোসেন, ডা. আমিনুল হক, ব্যবসায়ী গোলাম ফারুক, মোতালেব হোসেন, ডা. বিল্লাল হোসেন প্রমুখ।
এ সময় ১০ টি গ্রামের মুসল্লি , বীর মুক্তিযোদ্ধা, গণম্যান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৬০ বছর পর এই ঈদগাহ মাঠের মানসম্মত একটি গেইট নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হলো।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান আবদুল রউফ তালুকদারের অর্থায়নে গেইট টি নির্মাণ করা হচ্ছে।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।