
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উদযাপন হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহরে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ।
বৃহস্পতিবার সকাল ৮ টায় প্রভাতফেরি ,১০ টায় এনএম উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এবং ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল , উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ,মুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম , বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুব উন্নয়ন সুলতান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।