বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান

Seba Hot News : সেবা হট নিউজ
0

রাশেদুজ্জামান রনি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ACC-raids-Bakshiganj-Health-Complex-under-the-guise-of-a-patient-finds-evidence-of-irregularities
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ মিলেছে। ছবি: রাশেদুজ্জামান রনি


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জামালপুর দুদক কার্যালয়ের একটি দল। অভিযানে চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের সত্যতা পাওয়া গেছে।


জামালপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে অভিযানকারী দলটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলামের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।


দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম জানান, অভিযানে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণসহ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও খাবারের মান সম্পর্কে ধারণা গ্রহণ করেন। এছাড়াও প্যাথলজি সেবা পর্যবেক্ষণ করা হয়।


আরও পড়ুন:


তিনি আরও বলেন, 'পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ও সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিন যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।'


সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।


এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।


স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার মান ভালো নয়। রোগীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। ওষুধ ও খাবারের মানও নিম্নমানের বলে অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানে সঠিক তদন্ত হলে এসব অনিয়মের বিষয়ে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।


দুদক সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে জেলার অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানেও এমন অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছে দুদক।


বকশীগঞ্জ

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

জুলাই আন্দোলনে নিহত শহীদ রিপনের বাড়িতে বকশীগঞ্জের ইউএনও!

জুলাই আন্দোলনে নিহত শহীদ রিপনের বাড়িতে বকশীগঞ্জের ইউএনও!

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top