
দেওয়ানগঞ্জ প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, স্হানীয় আওয়ামীলীগসহ যোগী সংগঠন পৌরসভা সহ বিভিন্ন সংগঠন।
দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন করার পর শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, শিক্ষাঅফিসার আজাদুর রহমান ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হাসানসহ সরকারী কর্মকর্তা, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ, কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশিদ মামুন, শেখ মাসুদ ও পৌর কর্মকর্তা কর্মচারী।
এছাড়াও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দিবসটি পালন হয়েছে।
ছবিতে. মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন।
⇘সংবাদদাতা: দেওয়ানগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।