
জামালপুর প্রতিনিধি।। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরে আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীকে সাময়িক বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানাগেছে, ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক জিয়া ও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোলায়মান হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের দুজনকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
দল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের এবং দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদককে নৌকার মনোনয়ন দিয়েছে। আগামী ১০ মার্চ জামালপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।