বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

S M Ashraful Azom
0
বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আনসার আলী, মধুপুর প্রতিনিধি: কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকার শিক্ষাকে সর্বচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার প্রতি সরকার যেমন গুরুত্ব দিয়েছে তেমনি এদের মানুষও শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। সত্যিকারের শিক্ষায় ছেলে-মেয়েদের শিক্ষিত করতে সকল অভিভাবকই এখন সচেতন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে গড়তে হবে। দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

পড়াশোনার মান বৃদ্ধির পাশাপশি ছেলে-মেয়েদের খোলধূলার প্রতিও গুরুত্ব দিতে হবে। তিনি প্রশাসন ও শিক্ষকদের হুশিয়ার করে বলেন, পরিক্ষায় নকল করার প্রবনতা বন্ধ করতে হবে। কোন ক্রমেই নকল গ্রহণযোগ্য নয়। পরিক্ষায় নকল বন্ধ না হলে আমি কঠোর ব্যবস্থা নেব। নকল করতে দেয়া মানে তার জীবন ধ্বংস করা। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে চলার পথ দেখান। সত্যিকারের মানুষ হিসাবে তাদের গড়ে তুুলুন।

তারা যেন গুণী মানুষ হয়ে সত্যিকারের সু-নাগরিক হয়। তিনি শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মিলনায়তনে শাইয়ান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খন্দকার সামছুদ্দিন লাকি ও নিলুফার ইয়াসমিন নীলার সঞ্চালনায় শাইয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আছাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, শাইয়ান ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হাসনীন জাহান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ধনবাড়ী কিন্ডার গার্ডেন এসোশিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থী, সেরা শিক্ষক এবং সেরা প্রতিষ্ঠানকে এ বৃত্তি ও সম্মাননা দেয়া হয়।


⇘সংবাদদাতা: আনসার আলী
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top