
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বর্তমানের উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ।
শনিবার দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াবাদুল কাদের মনোনয়ন ঘোষনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেণ।
উপজেলা দলীয় সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের হয়ে চেয়ারম্যান পদে ৫ জন থাকলেও দলীয় মনোনয়ন পান মোহাম্মদ আলী আকন্দ।
এ ব্যাপারে মোহাম্মদ আলী আকন্দ জানান, দলীয় মনোনয়ন দেওয়ায় আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি। আমি বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করছি বেলকুচি উপজেলা বাসীর, যারা আমাকে ভালোবেসে পাশে থেকে সহযোগীতা করেছে। আমাকে মনোনিত করায় সর্বস্তরের জনগনের আশা পূরন হয়েছে বলে আমি বিশ্বাস করি।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।