
জামালপুর সংবাদদাতা ॥ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে তিনদিনের বই মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বিকেল ৩টায় শহিদ মিনার কেন্দ্রিক বই মেলার উদ্ধোধন করেন-ইউএনও তামিম আল ইয়ামীন।
পৌরমেয়র শফিক জাহেদী রবিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক, জাহানারা লতিফ মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম. আনছার আলী, শিক্ষা অফিসার আলহাজ তাসলিমা খাতুন, অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার প্রমুখ।

মেলাকে প্রাণবন্ত রাখতে আয়োজন করা হয়েছে-শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এরআগে সকালে প্রভাত ফেরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।