
শাহ জামাল: জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম কে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি রবিবার স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে জামালপুর-৩ আসনের সাংসদ মির্জা আজমের নাম প্রস্তাব করলে কন্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
এদিকে মির্জা আজম এমপিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় জামালপুর জেলার সকল উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধণ্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
⇘সংবাদদাতা: শাহ জামাল

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।