
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজাকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় মনোনয়ন দাবি করে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার দুপুর ২টা থেকে ৩টা প্রর্যন্ত সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূলে নির্বাচিত প্রার্থী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মী ও তার সমর্থকরা এই বিক্ষোভ মিছিল ও অবরোধ করে।
এসময় বিক্ষোভরত নেতাকর্মীরা ১ ঘন্টা ব্যাপী সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার চালা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে রাখে। এসময় সাজ্জাদুল হক রেজাকে কেন মনোনয়ন দেওয়া হলো না জবাব চেয়ে মিছিল করে।
পরে বিক্ষুপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাজ্জাদুল হক রেজা বলেন, আপনারা কারও ক্ষতি করবেন না। বেলকুচির প্রতিটি মানুষ আমাদের আপন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।