
জামালপুর সংবাদদাতা ॥ বাংলাদেশ মিউজিশিয়ানস্ ফাউন্ডেশন (বিএমএফ) এর প্রথম জেলা সম্মিলনও যন্ত্রসংগীত শিল্পীদের সম্মাননা প্রদান উপলক্ষে জামালপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএমএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেবু চৌধুরী, জাকিউল ইসলাম খান টিপু, সাযযাদ আনসারী প্রমুখ।
শোভাযাত্রায় জেলার সকল যন্ত্রসংগীত শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। এছাড়াও বিএমএফ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সম্মিলনে জামালপুরের ৬ জন গুণী যন্ত্রসংগীত শিল্পীকে সংবর্ধনা দেয়া হবে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।