
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার ধনবাড়ী নওয়াব মঞ্জিলে অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মি ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হিরাকে দলীয় মনোনয়ন দেয়ার পক্ষে ঐক্যমত পোষণ করেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. হালিম, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান তালুকদার শোভা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম তালুকদার ফটিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা খাতুন, মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সোহরাব আলী মাষ্টার, যদুনাথপুর ইউনিয়নের লিয়াকত আলী, সিদ্দিক হোসেন, বীরতার ইউনিয়নের সভাপতি আহম্মেদ আল ফরিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বলিভদ্র ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন মাষ্টার, ধোপাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আফছার আলী, বানিয়াজান ইউনিয়নের যুগ্ম-আহবায়ক রিপু, পাইস্কা ইউনিয়নের আ. মান্নন, উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল, ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, শফিকুল ইসলাম, সুরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মশিউর রহমান মিন্টু, যুগ্ম-আহবায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ।
বর্ধিত সভায় বক্তাগণ হারুনার রশিদ হিরার পক্ষে ঐক্যমত পোষণ করে বলেন, ইতিমধ্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রে পাঠানো তিন জনের নামের তালিকায় প্রথমেই হারুনার রশিদ হিরার নাম রয়েছে। বক্তারা আরো বলেন, সর্বমহলে গ্রহণযোগ্য নেতা হারুনার রশিদ হিরা আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং সকল দ্বিধা-দ্বন্ধ দূর হয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।
সভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হারুনার রশিদ হিরা সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলে তৃণমূল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ করে সন্ত্রাস, দুর্নীতি আর মাদকমুক্ত মডেল উপজেলা গঠন করবেন। তিনি বলেন, বিজয়ী হলে উপজেলা চেয়ারম্যানের চেয়ারকে তিনি আস্থার জায়গা হিসাবে পরিণত করবেন।
উল্লেখ্য, উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, সকল দলীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।