দিশেহারা ঠাকুরগাঁওয়ে আঁখ চাষিরা বকেয়া সাড়ে ১০ কোটি টাকা

S M Ashraful Azom
0
দিশেহারা ঠাকুরগাঁওয়ে আঁখ চাষিরা বকেয়া সাড়ে ১০ কোটি টাকা
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সুগার মিলে আখ সরবরাহ করেও ন্যায্য টাকা না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আখ চাষিরা। সময়মতো চিনিকলে আখ সরবরাহ করলেও কয়েকমাস পার হলেও তার মূল্য পাননি তারা। আর চিনিকলে চাষিদের বকেয়া প্রায় সাড়ে ১০ কোটি টাকা । এ পাওনা টাকা আদায়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

এদিকে, আখ বিক্রির টাকা না পেয়ে ক্ষুব্ধ আখ চাষিরা দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধের দাবিসহ নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সুগার মিল এলাকার স্থানীয় আখ চাষিদের কাছ থেকেই আখ সংগ্রহ করা হয়। ঠাকুরগাঁও সুগার মিলের সাতটি সাবজোনের ২১টি কেন্দ্রে রয়েছে প্রায় আট হাজার আখ চাষি ।

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আখ চাষি বজলার রহমান জানান, সাধারণভাবে ১ একর জমিতে আখ চাষ করতে সময় লাগে ১২-১৪ মাস। প্রতি একরে খরচ হয় ২০-২৫ হাজার টাকা।

সাধারণভাবে আখ চাষ করে প্রতি একরে আখ উৎপাদন হয় সাড়ে ৩ থেকে ৪ শ মন। ৩ একর জমির আবাদকৃত আখ তিনি সুগার মিলে দিয়ে ৩০ শতাংশ অর্থ পেয়েছেন। বকেয়া টাকার জন্য মিলে ধর্না দিয়েও কোন কাজ হচ্ছেনা।

রতন, সমশের আলী ও বাবুল সহ অন্য চাষিদের অভিযোগ, আখ সরবরাহ করে সময় মতো টাকা পাচ্ছেন না তারা। তার ওপর চাষের উপকরণ ও উন্নত জাতের বীজ সরবরাহের অভাবসহ নানা কারণে আখের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। আখের জমিতে চাষ হচ্ছে গম-ভুট্টা ও সবজিসহ লাভজনক অণ্যান্ন ফসল।

গত মৌসুমে এক লাখ তিন হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও মাড়াই হয় সাড়ে ৮৪ হাজার মেট্রিক টন। উৎপাদিত চিনির মধ্যে মিলে অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে ৪ হাজার ৪১৮ মেট্রিক টন চিনি।

ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী বলেন, আখ চাষিদের বকেয়া বিলসহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য ওপর মহলে জানানো হয়েছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য মিল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম জানান, চিনিকলের অধীনে আখ ক্রয় বাবদ প্রায় সাড়ে ১০ কোটি টাকা বকেয়া রয়েছে। চাষিদের এই বকেয়া অর্থ দ্রুততম সময়ের মধ্যে পরিশোধের জন্য চাষীরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। দ্রুত মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে আখ চাষিদের বকেয়া বিল পরিশোধের চেষ্টা করা হবে।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top