
শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আলহাজ্ব গাজী শাহাদৎ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সে সম্মিলিত সামরিক হসপিটালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থান বৃহস্পতিবার রাতে ইনতেকাল করেন ইন্নানিল্লাহি......... রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুমগ্রাহী ও আত্নীয়স্বজন রেখে গেছেন।
শুক্রবার বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, বেলকুচি প্রোসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।