১০ ডলারে মার্কিন তরুণ ড্রিউ বিন্সকি’র বাংলাদেশ ভ্রমণ!

S M Ashraful Azom
0
১০ ডলারে মার্কিন তরুণ ড্রিউ বিন্সকি’র বাংলাদেশ ভ্রমণ!
ড্রিউ বিন্সকি ও তার বাংলাদেশী নতুন বন্ধু। ছবি: drewbinsky.com/blog
সেবা ডেস্ক: স্বল্প খরচ করে ভ্রমণ করার জন্য বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু কম খরচে ভ্রমণ করা যায় সেটা উল্লেখ নেই কোথাও। গত কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিলেন মার্কিন তরুণ ও ট্রাভেল ব্লগার ড্রিউ বিন্সকি। ১০ ডলার অর্থাৎ প্রায় ৮৪০ টাকায় বাংলাদেশে কতটুকু ঘুরে বেড়ানো ও কী কী পাওয়া যায় তা নিয়ে মজার একটি ভিডিও বানিয়েছেন এই ভ্রমন পিয়াসু ড্রিউ বিন্সকি।

ড্রিউ বিন্সকি’র বয়স তিরিশ পেরোনোর আগেই ৯৫টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই ট্রাভেল ব্লগার। এখন সেই সংখ্যা ১৫১ ছাড়িয়েছে। বিভিন্ন দেশে ঘুরে সেখানকার ভিডিও, ছবি ও লেখা পোস্ট করেন তার ব্যক্তিগত ওয়েবসাইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশে এসেও! সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশ নিয়ে বেশ কিছু ছবি ও অভিজ্ঞতার কথা।

ট্রাভেল ব্লগার ড্রিউ বিন্সকির টিপসগুলো ভ্রমণপিপাসুদের জন্য বেশ কাজের। এছাড়া আমরা যারা নিজের দেশের নানা দারুণ বিষয়গুলো মাঝে মধ্যে ভুলে যাই, তারাও ড্রিউয়ের তালিকায় একটু চোখ বুলিয়ে নিতে পারেন-

চিকেন মাসালা ও নান রুটি- ১২০ টাকা (১.৪৯ ডলার)
রিকশা ভ্রমণ- ২০ টাকা (০.২৮ ডলার)
পানাম নগরের টিকেট - ১০০ টাকা (১.৩৩ ডলার)
নিউ মার্কেটের সানগ্লাস- ১৫০ টাকা (১.৮৭ ডলার)
নীলক্ষেতের বই- ১২০ টাকা (১.৫ ডলার)
মাটন লেগ রোস্ট ও পোলাও- ১৮০ টাকা (২.২৫ ডলার)
রাস্তার পাশের সতেজ ডাব- ৩০ টাকা (০.৩৮ ডলার)
এক প্লেট ফুচকা- ৩০ টাকা (০.৩৮ ডলার)
রাস্তার পাশের চায়ের দোকানের চা- ২০টাকা (০.২৫ ডলার)
এক বোতল পানি- ২০টাকা (০.২৫ ডলার)

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top