
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নাই। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে একজন করে মেডিক্যাল অফিসার নিযুক্ত থাকলেও কেউ সেখানে রোগী দেখেন না। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার গরীব ও অসহায় মানুষ সরকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
গ্রামীণ জনপদে স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ে উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছেন। প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তার, একজন ফার্মাসিষ্ট, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও একজন পিয়ন থাকার কথা। বাস্তবে এমবিবিএস ডাক্তার তো দুরে থাক একজন করে ফার্মাসিস্টও নেই।
সরকারী নীতি মালা অনুযায়ী মেডিক্যাল অফিসারদের প্রথমে নিয়োগ দেয়া হয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দুই বছর বাধ্যতা মূলক চাকুরি করার পর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বদলী করার ক্থা বলা হয়েছে। অথচ এসব নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নতুন নিয়োগ পত্র ডাক্তারেরা তদবীর করে উপজেলা হাসপাতালে ডেপুটিশনে চাকুরি করছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার যাদুরচর ও দাতঁভাঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, এমবিবিএস ডাক্তারের পদ থাকলেও ডাক্তার নাই। যাদুরচর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক কোয়ার্টারে বিদুৎ সংযোগ, কোন যন্ত্রপাতি নাই। উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে টলি গাড়ী ও যানবাহন রাখা স্থানে পরিনিত হয়েছে। উপ-স্বাস্থ্য কেন্দ্র দু’টি পরিত্যক্ত হিসাবে পরে আছে।
দাঁতভাঙ্গা ইউনিয়ন উপ-সহকারী সামছুল হক বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ও ফার্মাসিস্ট না থাকায় আমাকে দ্বায়িত্ব পালন করতে হচ্ছে। প্রতিদিন গড়ে ৫০/৬০ জন রোগী চিকিৎসা সেবা নিতে আসে। মেডিকেল অফিসার না থাকায় রোগীর অতিরিক্ত চাপ নিতে হচ্ছে আমাকে। অনেক রোগী আসে আমরা যাদের চিকিৎসা দিতে পারিনা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী বলেন, ডাক্তার সংকটের কারণে উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪জন ডাক্তার থাকার কথা আছে ৬জন। আমাদের অবকাঠামো ব্যবহার যোগ্য নয়। যাদুরচর ইউনিয়নে পরিবার পরিকল্পনা অফিস ব্যবহার করছি ও দাতঁভাঙ্গা ইউনিয়নে ভাড়া অফিস ব্যবহার করে সাপ্তাহে এক দিন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে চালাচ্ছি।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।