
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে গতকাল বুধবার বগুড়ার ১২ উপজেলার মধ্যে ছয়টি উপজেলার ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে আট জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন রয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, নন্দীগ্রামে বিএনপির আহসানুল বিপ্লব, গাবতলীতে বিএনপির শফিকুল ইসলাম ভোদন, শাজাহানপুরে বিএনপির পলাশী খাতুন, সাইদুল ইমলাম, স্বতন্ত্র এমদাদুল হক, শেরপুরে এনপিপির আব্দুর নুর, কাহালুতে বিএনপির ফরিদুর রহমান ফরিদ, হুমায়ন কবীর।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।