ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর ৩ মামলা

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর ৩ মামলা
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার হরিপুরে বিজিবি-গ্রামবাসী’র সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হরিপুর থানা পুলিশ মামলা না নেওয়ায় জেলার হরিপুর আমলী আদালতে গ্রামবাসীর পক্ষে ৩টি মামলা জমা করা হয়।

রোববার দুপুরে হরিপুর আমলী আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা খান মামলা গ্রহন করার বিষয়ে আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন।

আদালত চত্ত্বরে নিহত তিনজনের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা পৃথক ৩টি মামলা দায়ের করছেন। এর মধ্যে নিহত সাদেকের ভাই আব্দুল বাসেদ, নিহত নবাবের পিতা নজরুল এবং অপর নিহত ব্যক্তি জয়নুলের পিতা নুর ইসলাম বাদী হয়ে এ মামলাগুলি দায়ের করেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিাচারের জোর দাবি জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

গ্রামবাসীর পক্ষে আইনজীবী এ্যাড. নুরুল ইসলাম মামলা পরিচালনা করছেন। তিনি জানান, গ্রামবাসীর পক্ষ থেকে ৫০ বিজিবির অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ, বিজিবির নায়েক হাবিবুল্লাহ, দেলোয়ার হোসেন, সিপাহী হাবিবুর রহমান, মরসালিন, বায়রুল ইসলাম, নায়েক সুবেদার জিয়াউর রহমানের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো প্রায় একশ জনকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে দন্ডবিধি ১৪৯/৩৪১/৩০২/৩৪ ধারায় এ মামলাগুলি করা হয়। 

উল্লেখ্য, চোরাই গরু সন্দেহে বিজিবি’র সদস্যরা গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি ভারতীয় গরু জব্দ করে ট্রাকে তুললে গ্রামবাসী বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এসময় বিজিবি’র সদস্যরা গুলি চালালে ৩ জন নিহত ও বিজিবি সদস্যসহ অন্তত ১৬ জন আহত হন। এর আগে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top