
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামের এক মহিলা ইউপি সদস্যাকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। আজ ২ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাছিরন নেছা ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা এবং সানোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ টিনিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এর আগে শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ।
এ ব্যাপারে সখীপুর থানার (ওসি) আমির হোসেন টিনিউজকে বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকালে তার কাছ থেকে হেরোইনসহ মাদক বিক্রির আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তার স্বামী সানোয়ার হোসেন মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।