
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চমক সৃষ্টি করেছেন জেলা তাঁতী লীগের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বদরুদ্দোজা পিএফ । তিনি রাজনীতির মাঠে সক্রিয় বহু বছর ধরেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এই তরুন নেতা সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে প্রতিটি উপজেলায় গড়ে উঠেছে শক্তিশালী সংগঠন। সাংগঠনিক দক্ষতায় তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছেন। আসন্ন মেলান্দহ উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন।
মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম ঘুরে জানা গেছে, সব সম্ভাব্য প্রার্থীর চেয়ে জনপ্রিয়তাই এগিয়ে রয়েছেন বদরুদ্দোজা পিএফ। বিশেষ করে যুবক-তরুন শ্রেণির মানুষের কাছে প্রিয় মুখ তিনি। পাশাপাশি বয়োবৃদ্ধ, নারী-পুরুষ সবাই চাইছেন পিএফ এর মতো তরুন নেতা আগামি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়ে পরিষদে আসুক।
মুুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন । সাধারণ মানুষের দাবি বদরুদ্দোজা পিএফ কে এই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী করা হলে নিশ্চিত জয় হবে আওয়ামী লীগের। পাশাপাশি সংগঠন ব্যাপক শক্তিশালী হবে।
এ ব্যাপারে মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি বদরুদ্দোজা পিএফ জানান, তাকে নৌকা প্রতীক দিলে বিপুল ভোটে এখানে আওয়ামী লীগ পাশ করবে। এতে করে সংগঠন আরো শক্তিশালী করা সহ এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।
তাই তিনি চেয়ারম্যান পদে নিবাচনের সিদ্ধান্ত নিয়েছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।