
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার জামালপুর জেনারেল হাসপাতালের সামনে দোকানদার ইউসুফের সাথে বাকবিতন্ডার জেরে মেডিকেলের শিক্ষার্থী ইমরান হাসান মনি, রাকিব ও সাদেকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় শিক্ষার্থীরা আহত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাহিদ, সফি, হাবিব ও দিনা।
এ সময় শিক্ষার্থীরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার, হোস্টেল পরিষ্কার রাখা, খাবারের মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, জেনারেল হাসপাতালে দালাল মুক্ত করা এবং হাসপাতালের সামনে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানায়।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ ওয়াকিল জানান, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছেন। পুলিশ একজনকে আটক করলেও ছেড়ে দেয়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেমুজ্জামান জানান, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।