
চকরিয়া প্রতিনিধি: গ্রীণ ডিভাইন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাফারিপার্ক সংলগ্ন এক হোটেল কক্ষে শুক্রবার (১মার্চ ২০১৯ খ্রিষ্ঠাব্দে) দিনব্যাপি আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনাইটেড গ্রীণের এক্সিকিউটিভ ডিরেক্টর আবু জাফর মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণ ডিভাইন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এম এন আবছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীণ ডিভাইন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লি. এর চেয়ারম্যান মুহাম্মদ মনজুর আলম।
গ্রীণ ডিভাইন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর শেয়ার হোল্ডার শিব্বির আহমদ রানা এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন গ্রীণ ডিভাইনের পরিচালক মাওলানা আহসান হাবীব। এসময় গ্রীণ ডিভাইনের সকল পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন। -প্রেসবিজ্ঞপ্তি
⇘সংবাদদাতা: চকরিয়া প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।