বগুড়ার বিএনপিতে বহিস্কারের খড়গ: আরও বহিস্কারের তালিকায়

S M Ashraful Azom
0
বগুড়ার বিএনপিতে বহিস্কারের খড়গ: আরও বহিস্কারের তালিকায়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার বিএনপিতে চলছে বহিস্কারের খড়গ।  দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ঘটনায় বগুড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে দলটি। এরই মধ্যে তিনজন কে বহিস্কার করা হয়েছে।

আরও সাত-আটজন বহিস্কারের তালিকায় রয়েছেন। এরই মধ্যে বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশ নেয়ায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, প্রার্থীদের সহযোগিতা করার জন্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম, এবং ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলের থানা সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও জেলা বা থানা বিএনপির অন্যান্য নেতা যারা নির্বাচনে অংশ গ্রহণ করছেন তাদের তালিকা তৈরি করে শাস্তি দেওয়ার সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে। খুব শিগগির তাদেরকেও দল থেকে বহিস্কার করা হতে পারে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপি থেকে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। নির্বাচন নিয়ে প্রার্থীদের সহযোগিতা করা, দলীয় নির্দেশনা এবং শৃঙ্খল ভঙ্গের কারণে শুক্রবার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে বহিস্কার করা হয়। কেন্দ্রিয় ও স্থানীয় নির্দেশনা অমান্যকারি বিএনপির নেতারা দলীয়ভাবে শাস্তি পাবে। দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়া নেতাদের তালিকা তৈরি করে বগুড়া জেলা বিএনপির সভা ডেকে সেই তালিকা কেন্দ্রে পাঠানো হবে।

এ দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয় সূত্র জানা গেছে, উপজেলা নির্বাচনে প্রার্থী না হতে কেন্দ্রীয় কমিটি নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে কয়েকদিন আগে বগুড়া জেলা বিএনপির বিশেষ জরুরি সভায় মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেয়া হয়। তাতেও কাজ না হলে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন স্বাক্ষরিত চিঠি সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রদান করা হয়। এছাড়া প্রার্থীদের নিয়ে শহর বিএনপি কার্যালয়ে সভা করায় সভাপতি মাহবুবর রহমান বকুল ও সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরুকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

কেন্দ্রীয় ও স্থানীয় নির্দেশ প্রদানের পরেও কয়েকজন দায়িত্বশীল নেতা উপজেলা নির্বাচনে অংশ নেন। বিএনপি নেতারা হলেন, বগুড়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে মাফতুন আহমেদ খান রুবেল, ভাইস চেয়ারম্যান পদে মাহিদুল ইসলাম গফুর, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আকতার, শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে আবুল বাশার, সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে মাসুদুর রহমান হিরু ও অ্যাডভোকেট নুর-এ-আজম বাবু, ধুনটে আকতার আলম সেলিম, নন্দীগ্রামে অ্যাডভোকেট রাফি পান্না, আলেকজান্ডার ও মাহফুজুর রহমান, শিবগঞ্জে চেয়ারম্যান পদে বিউটি বেগম, ভাইস চেয়ারম্যান পদে তাজুল ইসলাম, গাবতলীতে চেয়ারম্যান পদে এহসানুল বাশার এবং সোনাতলায় চেয়ারম্যান পদে জিয়াউল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অঞ্জনা খান প্রমুখ।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, তিনি সদর উপজেলা পরিষদে নির্বাচন করছেন। ২৭ ফেব্রুয়ারি তিনি দল থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় ও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পত্র দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে বা স্থানীয়ভাবে কোনো রকম সাংগঠনিক সিদ্ধান্ত বিষয়ে চিঠি এখনো পাননি। এই নির্বাচনে তিনি জয়ী হবেন বলে জানান।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জানান, শুনেছি বহিস্কারের কথা। কিন্তু কারণটি সঠিকভাবে জানা নেই। আর এ বিষয়ে কোনো চিঠি পাওয়া যায়নি। দলীয় যে কোনো সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করি।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top