নতুনের প্রত্যাশায় ভাঙলো কবি পাঠক সংস্কৃতি কর্মীদের মিলনমেলা

S M Ashraful Azom
0
নতুনের প্রত্যাশায় ভাঙলো কবি পাঠক সংস্কৃতি কর্মীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : নতুন চেতনায় ও আগামীর প্রত্যাশায় শেষ হলো লেখক, কবি, পাঠক, দর্শনার্থী, সাংস্কৃতিক কর্মী ও প্রকাশকদের মিলনমেলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০দিন ব্যাপী বগুড়া বইমেলার শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়। নানা আনন্দ ঘটনার জন্ম দিয়ে আগামী দিনের নতুন আহবানে পর্দা নামলো বগুড়া বইমেলার। বইমেলার শেষদিনে জেলার দুই প্রবীণ সংস্কৃতিকজনকে সম্মাননা প্রদান করা হয়। বগুড়ার নাটকে অবদান রাখায় এবার নাট্যজন শ্যামল ভট্টাচার্য্য সংবর্ধিত হন। এছাড়া সঙ্গীত প্রশিক্ষক হিসেবে মরহুম নূরুল মোহসিন ছটিকে মরনোত্তর পদক দেওয়া হয়েছে। শেষ দিনেও ছিল ভিড়। একদিন বেশি সময় পাওয়ার সঙ্গে ছুটির দিন থাকায় বিকেলের পর থেকে বইমেলায় ছিল সর্ব শ্রেণির পাঠকের উপচেপড়া ভিড়।

বগুড়া বইমেলার শুরু থেকে শেষ দিন পর্যন্ত সাহিত্য-সংস্কৃতি কর্মী, তরণ-তরুনী, শিশু কিশোরীরা যে যখন পেরেছে মেলায় এসে নিজের মত করে আনন্দে মেতেছিল। সময়ের ফাঁকে এসেছিলেন কর্মজীবী মানুষও। বইমেলা থেকে একটি বই না কিনলে যেন অপূর্নতা থেকে যায়। সেই অপূর্নতাকে পূর্ন করতেই শহরের মানুষ টানা ৮দিন ছিল মুখিয়ে। ভাষা আন্দোলনের অমর স্মৃতিকে স্মরণ করে এবং বাংলা ভাষার সৃজনশীল ধারাকে ছড়িয়ে দিতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট নিয়মিতভাবে বইমেলার আয়োজন করে থাকে। এবার বগুড়া বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বইমেলার সময় একদিন বেড়ে ১ মার্চ শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। এইচ আলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আব্দুস সালাম, আসাদ হোসেন, আবু সাঈদ সিদ্দিকী, বেলাল হোসেন, আলমগীর কবির, ফজলে রাব্বী, প্রচার সম্পাদক লুবনা জাহান, আব্দুল মোবিন জিন্নাহ, শিরীন সুলতানা, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া আনন্দ কণ্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, নজরুল পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক হাকীম আব্দুল মজিদ, প্রকাশ শৈলীর ঈমামুল হুদা বিপ্লব, জার্নাল বিডির প্রকাশক পরিমল প্রসাদ, শিশু নাট্যদলের আব্দুল খালেক, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়ার সভাপতি শ্যামল বিশ^াসসহ প্রমুখ নেতৃবৃন্দ।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top