![]() |
নিহত উপজেলা যুবলীগের সদস্য আব্দুল খালেক |
জানা যায়, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারণা শেষে চুকাইবাড়ীতে পৌছামাত্রই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকদের গুলিতে মারা যান দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস ও উপজেলা যুবলীগের সদস্য আব্দুল খালেক।
আহত মুসলিম (৩২), আনার আলী (৪৮), রুবেল (২৮), সবুজ (৩০), মামুন (৪২) ও রাজু (২৮)কে হাসপাতালে ভর্তি করা হয়। দেওয়াগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ঘটনায় হাসপাতাল থেকে ২৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যপারে নিহত খালেকের ভাতিজা মুসলিম বাদী হয়ে বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেন সোলাই ও ছোট ভাই বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালসহ তার সর্মথকদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।