
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহর গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। ২ মার্চ (শনিবার) রাত ৮টায় রৌমারী সদর ইউনিয়নের ইছাকুড়ি গ্রাম এলাকায় জাকির হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ মাঠে গণসংযোগে মিলিত হন তিনি।
এ সময়ে (মোটরসাইকেল) প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কুষকলীগের আহ্বায়ক মতিয়ার রহমান চিশতী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক এসএমএ মতিন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল প্রভাষক, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, সাহেব আলী বিএসসি, আওয়ামীলীগ নেতা ও সহকারি শিক্ষক আব্দুল কাদের প্রমূখ।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটাদের মাঝে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কার কি রকম এলাকায় জনশ্রুতি রয়েছে। হাটে-বাজারে ক্ষেত-খামারে সবত্রই চলছে নির্বাচনী আলোচনা। তর্ক-বিতর্ক চলছে তাদের মধ্যে। তবে সাধারন ভোটারা মনে করছেন যেহেতু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় রয়েছেন সে ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে নতুন মুখ আওয়ামীলীগের একাংশ সমর্থনকারী প্রার্থীকে (মোটরসাইকেল) প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা উচিত। সেক্ষেত্রে এলাকার জনগণ চাইছেন সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে। তাহলে সে প্রার্থীটি বিজয় লাভ করবে সুনিশ্চিত।
শেখ আব্দুল্লাহ রৌমারী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারী উপজেলার সর্বস্তরের জনগণ নতুন মুখ শেখ আব্দুল্লাহকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সেক্ষেত্রে এলাকার জনমত নিয়ে তিনি এ নির্বাচনে অংশ গ্রহন করেন। এছাড়াও তিনি রৌমারী উপজেলার নতুনবন্দর, চান্দারচর, নওদাপাড়া, খাটিয়ামারী, চরবামনের চর, সুতিরপাড়,লাউবাড়ি, হাফাতিকান্দা, ফকিরপাড়া, বেহুলারচর, কলমেরচর, নতুন শৌলমারী, বোয়ালমারীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এতে ওই এলাকার নারী ও পুরুষ ভোটারে মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তিনি প্রতিদিন গ্রামে গ্রামে উঠান বৈঠক করছেন। উক্ত উঠান বৈঠকে সর্বস্তরের লোকজন উপস্থিত হচ্ছেন।
তিনি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি নির্বাচিত হলে রৌমারী উপজেলাটি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ, হত-দরিদ্রদের সর্বাত্মক সহযোগিতা, বাল্যবিবাহরোধে সচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধসহ স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি সকলের নিকট দোয়া ও (মোটরসাইকেল) প্রতীকে ভোট প্রার্থনা করেন।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।