নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় বাঙালী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের ৩ ঘণ্টা পর সুমন কুমার হাওয়ালদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত সুমন কুমার বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের মনি হাওয়ালদারের ছেলে।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বাঙালী নদীর ফরিদপুর ঘাট এলাকায় বেড় জাল দিয়ে সুমন কুমার ও তার সহযোগীরা মাছ ধরতে নামেন। এসময় সুমন কুমার মাছ ধরার জন্য পানিতে ডুব দেন। পরে তিনি আর ভেসে ওঠেননি। অনেক খোঁজাখুঁজির পর ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় সন্ধ্যার আগে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামীম রেজা জানান, বাঙালী নদীতে নিখোঁজের ৩ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, নিহত জেলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।