রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে শেখ আব্দুল্লাহর বিজয়

S M Ashraful Azom
0
রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে শেখ আব্দুল্লাহর বিজয়
শফিকুল ইসলাম: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রেীমারী উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুল্লাহ মোটরসাইকেল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসি। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী অংশ গ্রহন করেন।

১০মার্চ (রবিবার) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ বাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার ভিডিপি ও গ্রামপুলিশসহ ভিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার সদস্যগণ।

বিকাল ৪টার পর থেকে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী ফলাফল আসতে শুরু হয়। পরে উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুল্লাহ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ২১হাজার ৫শ’৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসি (নৌকা) প্রতীক নিয়ে ১৮ হাজার ৬শ’৩৯ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. মোজ্জাফর হোসেন  (উড়জাহাজ) প্রতীক নিয়ে ১৯হাজার ১শ’১৮ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাখওয়াত হোসেন লিপন (তালা) প্রতীক নিয়ে ১৬হাজার ২শ’৯৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহমুদা আকতার স্মৃতি (হাঁস) প্রতীক নিয়ে ৩৫হাজার ৬শ’৫২ ভোট পেয়ে বিজয হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হাসিনা বেগম ১৫হাজার ৩শ’২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top