
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় ৪০ লিটার চোলাই মদসহ (দেশীয় তৈরি মদ) তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ি রানীর পাড়ার আব্দুল মজিদের ছেলে আব্দুল মতিন (২৭), একই এলাকার মৃত মীর হোসেনের ছেলে ফজলুর রহমান (৩২) ও বগুড়া সদর উপজেলার মধ্য পালশার জাহেদুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (২৩)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত পৌঁণে ১০টার দিকে বেতগাড়ি লিচুতলা এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালায়। সেখানে ৪০ লিটার চোলাই মদসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন থেকে চোলাই মদ বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।