জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকার জিধুরী গ্রামের সিএনজি চালককের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এসময় সিএনজির চার যাত্রী আহত হয়েছে।
সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে। চালক ইসরাইল হোসেন (৪৫) ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজির যাত্রী আরও চার জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সয়দাবাদ মুলিবাড়ি ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক ইসমাইল হোসেন বেলকুচি পৌর এলাকার জিধুরী গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে নিহত চালকের মরাদেহ উদ্ধার করে এবং আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ওয়্যার হাউস ইনসপেক্টর মো: আব্দুল হামিদ বলেন, বেলকুচি থেকে সিএনজি সিরাজগঞ্জে যাচ্ছিলো। সিএনজিটি চলতি অবস্থায় রাস্তার পাশে গভীর খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আরও চার যাত্রী আহত হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।