সেবা ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার এবং নির্বিঘেœ ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু করেছেন হানিফ বাংলাদেশী। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি বগুড়া শহরের পর্যটন মোটেল এলাকাতে পৌছান। এর আগে তিনি ১৯ দিন হেঁটে বগুড়া শহরে পৌঁছান। এখন পুণরায় এখান থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার এবং নির্বিঘেœ ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু করেন হানিফ বাংলাদেশী। পথে পথে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি সংবলিত লিফলেট বিতরণ করছেন।
বগুড়ায় অবস্থানকালে হানিফ বাংলাদেশী বলেন, ‘ভোটাধিকার, জাতীয় নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সকল নির্বাচনে জনগণ যেন নির্বিঘেœ ভাট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু করেছি।
তিনি জানান, হানিফ যুব ঐক্য প্রক্রিয়া নামের একটি সংগঠনের আহŸায়ক। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। আমার বন্ধুরা আমার নামটি হানিফ বাংলাদেশী দিয়েছে। কারণ আমি সব সময় বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা বলি এবং কাজ করি। আমি ব্যক্তিগতভাবে একটি প্রতিষ্ঠানে কাজ করি। আর পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি।’
একক পদযাত্রা করার কারণ, লক্ষ্য ও উদ্দেশ সম্পর্কে হানিফ বলেন, ভোট নিয়ে যে ধরনের বিতর্কিত কথাবার্তা হচ্ছে। সে বিষয়ে সচেতনতার সৃষ্টির জন্যই আমার এই উদ্দোগ। ভোট নিয়ে অনেক অভিযোগ আছে, শুধুমাত্র এই সরকারই নয়, এর আগেও যে সরকার ক্ষমতায় এসেছিল। তারা কেউই ক্ষমতা ছাড়তে চায় না। দীর্ঘ মেয়াদী ক্ষমতায় থাকার জন্য ভোট নিয়ে নয়-ছয় করে। আমরা মনে করি, ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে দেশের জন্য। আমরা ৪৭ বছর পরে সেই নিজের ভোট দিতে পারছি না। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমরা নির্বিঘেœ যেন ভোট দিতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমার এই পদযাত্রা।
তিনি বলেন, আমি দৈনিক ৪০ কিলোমিটার রাস্তা হাঁটবো। রাতের বেলা থাকার জন্য যে কোনো এলাকায় যাব। সেখানকার পুলিশ বা স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সহায়তা নেব।
নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার এবং নির্বিঘেœ ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু করেছেন হানিফ বাংলাদেশী। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি বগুড়া শহরের পর্যটন মোটেল এলাকাতে পৌছান। এর আগে তিনি ১৯ দিন হেঁটে বগুড়া শহরে পৌঁছান। এখন পুণরায় এখান থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার এবং নির্বিঘেœ ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু করেন হানিফ বাংলাদেশী। পথে পথে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি সংবলিত লিফলেট বিতরণ করছেন।
বগুড়ায় অবস্থানকালে হানিফ বাংলাদেশী বলেন, ‘ভোটাধিকার, জাতীয় নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সকল নির্বাচনে জনগণ যেন নির্বিঘেœ ভাট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু করেছি।
তিনি জানান, হানিফ যুব ঐক্য প্রক্রিয়া নামের একটি সংগঠনের আহŸায়ক। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। আমার বন্ধুরা আমার নামটি হানিফ বাংলাদেশী দিয়েছে। কারণ আমি সব সময় বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা বলি এবং কাজ করি। আমি ব্যক্তিগতভাবে একটি প্রতিষ্ঠানে কাজ করি। আর পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি।’
একক পদযাত্রা করার কারণ, লক্ষ্য ও উদ্দেশ সম্পর্কে হানিফ বলেন, ভোট নিয়ে যে ধরনের বিতর্কিত কথাবার্তা হচ্ছে। সে বিষয়ে সচেতনতার সৃষ্টির জন্যই আমার এই উদ্দোগ। ভোট নিয়ে অনেক অভিযোগ আছে, শুধুমাত্র এই সরকারই নয়, এর আগেও যে সরকার ক্ষমতায় এসেছিল। তারা কেউই ক্ষমতা ছাড়তে চায় না। দীর্ঘ মেয়াদী ক্ষমতায় থাকার জন্য ভোট নিয়ে নয়-ছয় করে। আমরা মনে করি, ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে দেশের জন্য। আমরা ৪৭ বছর পরে সেই নিজের ভোট দিতে পারছি না। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমরা নির্বিঘেœ যেন ভোট দিতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমার এই পদযাত্রা।
তিনি বলেন, আমি দৈনিক ৪০ কিলোমিটার রাস্তা হাঁটবো। রাতের বেলা থাকার জন্য যে কোনো এলাকায় যাব। সেখানকার পুলিশ বা স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সহায়তা নেব।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।